গান গেয়ে বিজেপি নেতাদের কটাক্ষ বাবুলের

বাদুড়িয়া: ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়…’ নিজের গাওয়া গান গেয়ে নাম না করে বিজেপি নেতাদের কটাক্ষ তথ্য ও প্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র। সোমবার বসিরহাটের বাদুড়িয়াতে থ্যালাসেমিয়া হাসপাতাল উদ্বোধন করতে এসে তিনি গান গেয়ে কটাক্ষ করেন। এদিন তিনি আরও বলেন, বিজেপি ধোয়া তুলসি পাতা না। পঞ্চায়েত ভোটে তারাই জিতবে যারা মানুষের কাছে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রার মধ্যে দিয়ে তৃণমূল মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাচ্ছে। তাই তৃণমূলই পঞ্চায়েত ভোটে জিতবে।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুড়দহ সরকারি অধীনে থ্যালাসেমিয়া হাসপাতালের উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন বাদুড়িয়ার তৃণমূলের বিধায়ক কাজি আধুল রহিম দিলু, বসিরহাট স্বাস্থ্য জেলার রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান এটিএম আধুল্লাহ রনি, সহ স্বাস্থ্য আধিকারিকরা। তথ্য ও প্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, আজকের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, আর আজ এই দিনই থ্যালাসেমিয়া হাসপাতাল উদ্বোধন করতে এসেছি। অনুব্রত ও তার কন্যা সহ গোরু পাচার মামলায় একাধিক ব্যক্তির সিবিআই সাপ্লিমেন্টারী চার্জশিট দাখিল করছে দিল্লি হাইকোর্টে। তিনি বলেন, এটা বিচারাধীন বিষয় যারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসেবে নিজেরা দাবি করেন, তাদের দু’হাত ধোয়া তুলসী পাতা নয়। যেখানে বিএসএফ জড়িত গোরু পাচার কাণ্ডে অন্যদিকে শুল্ক দপ্তরের আধিকারিকরা সাসপেন্ড হয়ে যাচ্ছে তাহলে বিজেপি কি ধোয়া তুলসী পাতা! ইতিমধ্যে বিশ্বের তিনটি বিপজ্জনক দেশের মধ্যে ভারতবর্ষের নাম দ্বিতীয় স্থানে তাহলে বুঝতে পারছেন। যেখানেই বিরোধিতা হচ্ছে বিজেপির বিরোধী দলগুলোকে সিবিআইকে কাজে লাগানো হচ্ছে। অমিত শাহ বঙ্গ সফর নিয়ে তিনি বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন, রবীন্দ্রনাথের গলায় মালা দিতেই পারেন এ বিষয়ে আমার কিছু বলার নেই। পাশাপাশি তিনি বলেন, দিলীপ ঘোষ নিয়ে কোনও মন্তব্য করব না। উনি সকালে কি বলেন, দুপুরে কি বলেন, বিকেলে কি বলেন আমার জানা নেই। তবে আমি একটা গান গাইতে পারে সেই গানটা শুনুন কাউকে উদ্দেশ্য করে নয়। সব সময় আমি এই গানটি করি। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + four =