মুক্তির আগেই ভালা সাড়া পাচেছ ‘বাগী ৪’, আগাম বুকিংয়ে কত আয় হল?

ডাবল অ্যাকশন নিয়ে স্ক্রিনে ফিরছেন জ্যাকি পুত্র টাইগার (Tiger Shroff)। ‘বাগী ৪’ (Bagghi 4) প্রস্তুত মুক্তির জন্য। তবে, এবারের বাগীর প্রধান আকর্ষণ অবশ্যই বলিউডের ব্যাড বয় সঞ্জয় দত্ত (Sanjay Dutta)। এছাড়া ফিমেল লিডে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেত্রী হরনাজ সাধু ও সোনম বাজওয়াকে। সিনেমা মুক্তির ৩ দিন আগেই থেকে আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে ৬০ হাজার টিকিট বুক হয়ে গিয়েছে। বক্স অফিস সূত্রে খবর, মুক্তির দিন পর্যন্ত বুকিংয়ের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। নিঃস¨েহে, বাগীর অন্যান্য ইনস্টলমেন্টের থেকে এই ছবির সাড়া দর্শকদের মধ্যে বেশি।

সাজিদ নাদিয়াদওয়ালর হোম প্রোডাকশন নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্ট ব্যানারের নীচে তৈরি হয়েছে ‘বাগী ৪’। বক্স অফিস প্রিভিউ মনে করছে, ওপেনিংয়ে ‘বাগী ৪’ ৮.৫০-৯.৫০ কোটির ব্যবসা করবে। বাগী’র অন্যান্য ইনস্টলমেন্টগুলির মতো এই ছবির সাড়া ভাড়ো হবে বলেই আশা রাখছেন নির্মাতারা। যদিও বাগী ৪ এর ভাগ্য নির্ধারিত হবে ৫ সেপ্টেম্বর। এদিন ‘বাগী ৪’ ছাড়াও বক্স অফিসে মুক্তি পাবে হলিউড হরর সিরিজ ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’, বাংলায় মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seventeen =