৩০ কোটির ক্লাবে ‘বাগী ৪’!

মুক্তির ৩ দিনের মধ্যে ‘বাগী ৪’ (Bagghi 4) ৩০ কোটির ক্লাবে নাম লেখাল। উইকেন্ডে ছবির ব্যবসা মোটামুটি ভালো বলেই মনে করছে বক্স অফিস রিপোর্ট। গত শুক্রবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এ হার্ষা নির্দেশিত ‘বাগী ৪’। প্রথম দিনে বাগী ৪ এর আয় ছিল ১১.৫০ কোটি, দ্বিতীয় দিনে সেভাবে ব্যবসা না করলেও তৃতীয়দিনে আবারও ৯.৫০ কোটির ব্যবসা করে।

প্রথম থেকেই ‘বাগী ৪’ এর অ্যাকশন নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল, তার উপর বাড়তি পাওনা ছিল সঞ্জয় দত্তর চরিত্র। বক্স অফিস রিপোর্ট আ¨াজ করাই যায়, দর্শকদের মনোরঞ্জন করতে ‘বাগী ৪’ সফল হয়েছে। ছবিতে টাইগার (Tiger) ছাড়াও অভিনেত্রী হিসেবে রয়েছেন সোনম বাজওয়া ও হরনাজ সাঁধু। ‘বাগী’ সিরিজের এটি ৪ নম্বর ইনস্টলমেন্ট।

উল্লেখ্য, টাইগারের ঝুলিতে এরপর রয়েছে করণ জোহরের ‘লগ যা গলে’, বিপরীতে রয়েছে জাহ্নবী কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =