উপরাষ্ট্রপতি নির্বাচনে মননোয়ন পেশ বি সুদর্শন রেড্ডির, উপস্থিত ইন্ডি জোটের নেতারা

নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পত্র পেশ করলেন বিরোধীদের ইন্ডি জোটের পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কংগ্রেস সভাপতি-রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে নিজের মনোনয়ন জমা দেন।

এছাড়াও এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার, সপা সাংসদ রাম গোপাল যাদব, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত এবং ইন্ডি জোটের আরও বেশ কয়েকজন নেতা মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার আগে দিল্লির প্রেরণা স্থলে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান বি সুদর্শন রেড্ডি। বি সুদর্শন রেড্ডি এদিন বলেন, “সংখ্যা গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমি আশাবাদী। যেহেতু আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই, তাই আমার বিশ্বাস সবাই আমাকে সমর্থন করবে। আমি গতকালই এটা খুব স্পষ্ট করে বলেছি। এটা আদর্শের লড়াই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seven =