বলিউড তারকা আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ইন্ডিয়া তাদের অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিল। ইউনিসেফের চিলড্রেন্স রাইটস বিভাগের নয়া মুখ আয়ুষ্মান,শনিবার এ কথা ঘোষণা করা হয় সংস্থার তরফে।
প্রিয়াঙ্কার চোপড়ার পরে এবার তাদের পছন্দ আয়ুষ্মান। কারণ, অভিনেতা জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি সাত জন শিশুর সঙ্গে মঞ্চ ভাগ করেছেন যারা ‘বাটারফ্লাই’ স্বেচ্ছ্বাসেবী সংস্থার প্রতিনিধি। আয়ুষ্মান শিশুদের মধ্যে শিক্ষার অধিকার এবং লিঙ্গ সমতার বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতার জন্য ব্যতিক্রমী কাজ করছেন। সংস্থার মুখ হওয়ার পরেই আয়ুষ্মারে দাবি, “ইউনিসেফের তারকা প্রচারমুখ হিসেবে শিশুদের সঙ্গে যোগাযোগ করেছি। নেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গ সমতা নিয়ে কথা বলেছি। ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায় অবশ্যই শিশুদের অধিকার নিয়ে সরব হব। এবং সেই সব অঞ্চলে আমার কণ্ঠস্বর জোরালো হবে যেখানে এখনও শিশুরা নিপীড়িত।”
ইউনিসেফের জাতীয় অ্যাম্বাস্যাডার রূপে মনোনয়নকে স্বাগত জানিয়ে, গত শনিবার ১৮ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে খুরানা বলেন যে তিনি আগে ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে শিশুদের জন্য কাজ করেছেন এবং বাচ্চাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেছেন।
অভিনেতা জানান, “এই নতুন দায়িত্বে আমি শিশুদের অধিকার সুরক্ষার জন্য জোর গলায় সওয়াল করব। সেই সমস্ত অধিকারগুলো নিয়ে যেগুলো জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।”