প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে সচেতনতামূলক প্রচার নগর নিগমের

আসানসোল: ৫০ মাইক্রোনের কম প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচার করা হল নিয়ামতপুরে। ‘গ্রীন আসানসোল ক্লিন আসানসোলের’ লক্ষ্যে আসানসোল পুরনিগম একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। যার মধ্যে প্লাস্টিক মুক্ত শহর অন্যতম। এদিন সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড হয়ে নিয়ামতপুর নিউ রোড, জি টি রোড হয়ে স্টেশন রোড হয়ে কুলটি বোরো কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রার মাধ্যমে নিয়ামতপূরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করা হয়। কারণ, আগামী ১ জুলাই থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজারে নিষিদ্ধ হতে চলেছে। জনসাধারণকে অনুরোধ করা হল যে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়ের থলে ব্যাগ ব্যবহার করতে। উপস্থিত ছিলেন, আসানসোল পুরনিগমের কুলটি বোরো ৮-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুভাষিশ দে, এসআই সুরঞ্জিত রায়, সুপার ভাইসার শান্তনু মাহাতা সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =