অ্যাডিলেড : প্রথম টেস্ট ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ ১ -১ করল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে ভারত অলআউট হয়ে যায় ১৭৫ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৯ রান। প্রথম সেশনেই ২০ বলেই ১৯ রানের লক্ষ্য টপকে যায় অজিরা।
প্রথম ইনিংসে মাত্র ১৮০ রান করে ভারত। পরে ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে রান করে ৩৩৭। আর তাতেই ১৫৭ রানের বড় লিড পায় অস্ট্রেলিয়াl
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি পেসারদের বোলিংয়ে কোনঠাসা হয়ে ১৭৫ রানে অলআউট হয়ে যায় ভারত।
প্রথম ইনিংসে স্টার্ক নিয়েছেন ৬ উইকেট। কামিন্স ও বোল্যান্ড নিয়েছেন দুটি করে উইকেট। ভারতের হয়ে বুমরাহ ও সিরাজ নিয়েছেন চারটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে ৫ উইকেট পেয়েছেন কামিন্স। বোল্যান্ড ৩টি এবং স্টার্ক নেন দুটি উইকেট।