অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার। লাহোরে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু ম্যাচের প্রথম ইনিংস দেখে মনে হয়েছিল, এক পেশে জয়ও পেতে পারে ইংল্যান্ড। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার শুরুটাও তেমনই হয়েছিল। কিন্তু ইংলিশ দিয়েই ইংল্যান্ড বধ করল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ল অজিরা। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। লাহোরে শেষ দিকে ইংলিশের সঙ্গে ম্যাক্সি-মাম শো। ৩৫২ রান তাড়া করে জিতল অজিরা।
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দলের তারকা পেসত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজলউড চোটের জন্য নেই। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন মিচেল স্টার্কও। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে স্মিথের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। ওপেনার বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানে বিধ্বংসী ইনিংস খেলেন। জো রুটের সঙ্গে ১৫৮ রানের পার্টনারশিপ। অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের বিশাল টার্গেট দেয় ইংল্যান্ড।
বোর্ডে বিশাল টার্গেট। শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। আইসিসি টুর্নামেন্ট এবং সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে হেডের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অজিরা। দ্রুতই ক্যাপ্টেন স্টিভ স্মিথেরও উইকেট হারায় তারা। ওপেনার ম্যাট শর্ট ৬৩ ও মার্নাস লাবুশেন ৪৭ রান করেন। ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্য়ান্ডের হাতে এমনটাই মনে করা হচ্ছিল। এরপরই দুর্দান্ত জুটি জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্য়ারির। জুটি ক্রমশ জমাট বাধতেই গিয়ার বদল। ৬৩ রানে ৬৯ রানে ফেরেন অ্যালেক্স ক্যারি। তখনও ম্যাক্সওয়েল শো বাকি।
আস্কিং রেট অনেক থাকলেও সেট ব্যাটার জশ ইংলিশের সঙ্গে ম্যাক্সওয়েল যোগ দেওয়ায় পরিস্থিতি ইংল্যান্ডের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জশ ইংলিশ ৮৬ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৪৭.৩ ওভারেই জয় অস্ট্রেলিয়ার।