ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ফলের উপর নির্ভর করবে রোহিত-বিরাটরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছানোর ভাগ্য। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হতেই ভারত সফর নিয়ে মুখ খুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কার্যত ভারতের উইকেটে ভারতের অস্ত্রতেই টিম ইন্ডিয়াকে হারানোর হুঁশিয়ারী দিয়ে রাখলেন তিনি।
ভারতে টেস্ট সিরিজ হলে স্পিন বড় হাতিয়ার টিম ইন্ডিয়ার। এবার সেই স্পিনকেই পাল্টা ভারতের বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে অস্ট্রেলিয়া। ভারত সফরে ৫ জন স্পিনার নিয়ে আসার কথা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৈরি থাকতে বললেন অদি অধিনায়ক। ভারত সফরে তার দলে সবরকম বিকল্প থাকার কথাও জানিয়েছেন প্যাট কামিন্স।
ভারত সফরে অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাককে নেতৃত্ব দেবেন ন্যাথান লায়ন। এছাড়া বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার যে ভারত সফরে যাচ্ছেন সেই কথা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পর জানিয়ে দিয়েছেন কামিন্স। ভারতের উইকেট যখন তৃতীয়-চতুর্থ দিনে ভাঙতে শুরু করবে তখন অ্যাগারের বোলিং কার্য়করী হবে বলে মনে করেন প্যাট। এছাড়া দলের ৩ পার্টটাইম স্পিনার ট্রেভিস হেড, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথকেও ভারত সফরে বেশি পরিমাণে কাজে লাগাতে চান অজি দলনেতা।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে পরপর দুবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারতীয় দল। তাই এবারের ভারত সফর ব্যাগি গ্রিনদের কাছে প্রেস্টিজ ফাইট। ভারতকে তাদের মাটিতে হারিয়েই বদলা নিতে মরিয়া অজি ব্রিগেড। তাই তাদের চিরাচরিত পেস অ্যাটাকের পাশাপাশি ভারতের উইকেটে সাফল্য পাওয়ার জন্য দলে স্পিন বিভাগেও একাধিক বিকল্প নিয়ে নামতে চাইছে অস্ট্রেলিয়া।