ইতিহাসের পাতায় ০৯ আগস্ট: “করো না হয় মরণ” স্লোগানের মাধ্যমে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন

০৯ আগস্ট তারিখটি ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয়। ১৯৪২ সালে এই দিনেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে “ভারত ছাড়ো আন্দোলন”-এর সূচনা হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতকে স্বাধীন করা। মুম্বইয়ের গওয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে (বর্তমানে আগস্ট ক্রান্তি ময়দান) কংগ্রেসের অধিবেশনে গান্ধীজী দেশবাসীকে “করো না হয় মরণ” (Do or Die) স্লোগানে আহ্বান জানান।

গান্ধীজী তাঁর ঐতিহাসিক ভাষণে “ব্রিটিশ ভারত ছাড়ো” স্লোগান তুলে দিয়ে দেশবাসীকে অনুরোধ করেন যেন তারা সহিংসতা না করে এবং সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ ভারতীয় এতে অংশগ্রহণ করেন। ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করতে কংগ্রেসের শীর্ষ নেতাদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। তা সত্ত্বেও আন্দোলন বিস্তৃত হয়ে পড়ে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা সঞ্চার করে।

ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয় এবং পরবর্তীতে এটি ভারতকে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রমাণিত হয়।


অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা:

  • ১১৭৩ – বিশ্বের সাতটি আশ্চর্যের একটি, ইতালির পিসার হেলানো মিনার নির্মাণ শুরু হয়।
  • ১৮৩১ – আমেরিকায় প্রথমবারের মতো বাষ্পচালিত ট্রেন চালু হয়।
  • ১৮৯২ – থমাস আলভা এডিসন টু-ওয়ে টেলিগ্রাফের পেটেন্ট পান।
  • ১৯১০ – আলভা ফিশার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট পান।
  • ১৯২৫ – কাকোরি কাণ্ড: ভারতীয় বিপ্লবীরা লখনউয়ের কাছে কাকোরিতে ট্রেনে থাকা সরকারি খাজানা লুট করেন।
  • ১৯৪২ – মহাত্মা গান্ধী মুম্বইয়ে “করো না হয় মরণ” স্লোগান দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন।
  • ১৯৪২ – নেতাজি সুভাষচন্দ্র বসু মালায় (বর্তমানে মালয়েশিয়া) জাপানের সহায়তায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন।
  • ১৯৪৫ – আমেরিকা জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে।
  • ১৯৬৫ – সিঙ্গাপুর মালয়েশিয়ার ফেডারেশন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭১ – ভারত ও পাকিস্তান মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করে।
  • ১৯৭৪ – ওয়াটারগেট কেলেঙ্কারির জেরে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগ করেন।
  • ২০১২ – ভারতীয় সেনা পরমাণু অস্ত্রবাহী অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

জন্ম:

  • ১২০১ – আর্নল্ড ফিটজ থেডমার – ইংরেজ ইতিহাসবিদ ও ব্যবসায়ী।
  • ১৫৩৭ – ফ্রান্সিস্কো বারোজ্জি – ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ।
  • ১৬৩১ – জন ড্রাইডেন – ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক।
  • ১৮৬২ – গঙ্গাধর মেহের – ওড়িয়া ভাষার প্রখ্যাত কবি।
  • ১৮৯১ – ফ্রান্সিস ভার্নার ওয়াইলি – যুক্ত প্রদেশের গভর্নর।
  • ১৮৯২ – এস.আর. রঙ্গনাথন – বিশিষ্ট গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।
  • ১৮৯৩ – শিবপূজন সহায়- উপন্যাসিক।
  • ১৯০৯ – বিনায়ক কৃষ্ণ গোকাক – জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত কন্নড় ভাষার সাহিত্যিক।
  • ১৯১৫ – হিতেন্দ্র দেশাই – কংগ্রেস নেতা ও গুজরাটের তৃতীয় মুখ্যমন্ত্রী।
  • ১৯২৬ – এম. এম. জেকব – কংগ্রেস রাজনীতিক।
  • ১৯৩৩ – মনোহর শ্যাম যোশী – আধুনিক হিন্দি সাহিত্যের লেখক, উপন্যাসিক ও সাংবাদিক।
  • ১৯৩৭ – অভিমন্যু অনন্ত – হিন্দি সাহিত্যিক।
  • ১৯৫৪ – অশোক দেওয়ান – প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড়।
  • ১৯৭৫ – মহেশ বাবু – চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৯১ – হংসিকা মোতওয়ানি – চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৯৩ – দীপা করমকার – ভারতীয় আর্টিস্টিক জিমন্যাস্ট।

মৃত্যু:

  • ১৯৬২ – হারম্যান হেস – জার্মান লেখক।
  • ১৯৭০ – ত্রিলোকনাথ চক্রবর্তী – ৩০ বছর কারাবরণকারী স্বাধীনতা সংগ্রামী।
  • ২০০২ – রামকিঙ্কর উপাধ্যায় – প্রখ্যাত হিন্দি সাহিত্যিক ও বক্তা।
  • ২০১৬ – কালিখো পুল – অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গুরুত্বপূর্ণ দিবস ও অনুষ্ঠান:

  • ভারতীয় বিপ্লব দিবস বা আগস্ট ক্রান্তি দিবস
  • নাগাসাকি দিবস
  • ভারত ছাড়ো আন্দোলন স্মৃতি দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =