সৃষ্টির রহস্য নিজেই এক অসাধারণ বিস্ময়, আর একটি শিশুর জন্ম প্রকৃতির অন্যতম সুন্দর চমক। বিজ্ঞানের হাত ধরে মানুষ এই প্রক্রিয়াকে কেবল বুঝতেই পারেনি, তাকে নতুন দিকও দেখিয়েছে। ঠিক এমনই এক ঐতিহাসিক সাফল্য ভারত অর্জন করেছিল ০৬ আগস্ট ১৯৮৬ সালে, যখন দেশের প্রথম “টেস্ট টিউব বেবি” জন্মগ্রহণ করে।
এই দিনটি ভারতীয় চিকিৎসা ও জৈব প্রজনন প্রযুক্তির ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকে। এই পদ্ধতিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (IVF), যেখানে মায়ের শরীরের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুকে সংযুক্ত করে ভ্রূণ তৈরি করা হয় এবং তারপর সেটিকে মায়ের গর্ভে স্থাপন করা হয়।
ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম সম্ভব হয়েছিল ডা. ইন্দিরা হিন্দুজা এবং তাঁর দলের নিরলস প্রচেষ্টার ফলে। এই শিশুর নাম ছিল “হর্ষা”, যার জন্ম হয়েছিল মুম্বইয়ের KEM হাসপাতালে। সেই সময় ভারতে এই প্রযুক্তি সম্পর্কে সচেতনতা ও সম্পদের প্রচণ্ড অভাব ছিল, কিন্তু তবুও ভারতীয় বিজ্ঞানীরা সীমিত সুযোগ-সুবিধা নিয়ে এই অভাবনীয় কাজটি সফল করেন।
এই প্রযুক্তি সন্তানহীন লাখো দম্পতির জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। এটি কেবল বিজ্ঞানের অসাধারণ কীর্তিই নয়, বরং সামাজিক ও মানসিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অর্জন।
অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলী (০৬ আগস্ট)
- ১৮২১ – ব্রুসেলসে ‘কোরিয়র অফ পেজ বাস’ পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
- ১৮২৫ – বলিভিয়া, পেরুর কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৮৬২ – মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) উচ্চ আদালত স্থাপিত হয়।
- ১৯০৬ – চিত্তরঞ্জন দাস ও অন্যান্য নেতারা মিলে “বন্দে মাতরম” পত্রিকার প্রকাশ শুরু করেন।
- ১৯১৪ – অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪৫ – আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- ১৯৬০ – কিউবা দেশের সমস্ত সম্পত্তি জাতীয়করণ করে।
- ১৯৬২ – জ্যামাইকা বৃটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৮৬ – ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম (হর্ষা)।
- ১৯৯৬ – নাসা মঙ্গলে প্রাণ থাকার সম্ভাবনার কথা জানায়।
- ২০০১ – ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক চুক্তি হয়।
- ২০০৭ – ত্রিনিদাদের একটি পুরনো হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত করা হয়।
- ২০০৭ – হাঙ্গেরির বিজ্ঞানীরা প্রায় ৮০ লক্ষ বছর পুরনো সিডার গাছের জীবাশ্মের খোঁজ পায়।
- ২০১০ – জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় অন্তত ২৫৫ জনের মৃত্যু হয়।
- ২০১১ – থাইল্যান্ডে ইংলাক শিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
- ২০১২ – নাসার কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহে পৌঁছায়।
জন্মবার্ষিকী
- ১৯১৫ – গুরুদয়াল সিং ঢিল্লোঁ – ভারতের পঞ্চম লোকসভার স্পিকার।
- ১৯২১ – কে. এম. চাঁদী – স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন রাজ্যপাল (গুজরাট ও মধ্যপ্রদেশ)।
- ১৯৩৩ – এ. জি. কৃষ্ণপাল সিং – ভারতীয় ক্রিকেটার।
- ১৯৪৪ – অভিনাশ দীক্ষিত – ভারতীয়-মূলের মার্কিন অর্থনীতিবিদ।
- ১৯৫৯ – রাজেন্দ্র সিং – খ্যাতনামা পরিবেশ কর্মী।
- ১৯৭০ – এম. নাইট শ্যামলান – ভারতীয়-মূলের মার্কিন চলচ্চিত্র পরিচালক।
মৃত্যুবার্ষিকী
- ১৯২৫ – স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় – জাতীয় কংগ্রেসের প্রখ্যাত নেতা।
- ১৯৮১ – ভূপেশ গুপ্ত – বিশিষ্ট ভারতীয় রাজনীতিক।
- ১৯৮২ – এস. কে. পটেক্কাট – মালয়ালম ভাষার নামকরা সাহিত্যিক।
- ১৯৮২ – গোদে মুরাহারি – ষষ্ঠ লোকসভার উপ-স্পিকার।
- ১৯৯৭ – বীরেন্দ্র কুমার ভট্টাচার্য – খ্যাতিমান অসমিয়া সাহিত্যিক।
- ২০০৩ – রবিন ব্যানার্জি – বন্যপ্রাণ বিশেষজ্ঞ, পরিবেশবিদ, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা।
- ২০১৮ – আর. কে. ধাওয়ান – কংগ্রেস নেতা ও রাজ্যসভার প্রাক্তন সদস্য।
- ২০১৯ – সুষমা স্বরাজ – বিজেপি নেত্রী, প্রাক্তন বিদেশমন্ত্রী ও দিল্লির প্রথম নারী মুখ্যমন্ত্রী।
বিশেষ দিবস ও উপলক্ষ
- বিশ্ব স্তনপান সপ্তাহ
- হিরোশিমা দিবস (বিশ্ব শান্তির আবেদন জানানোর দিন)

