জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের অডিয়ো ক্লিপ সত্য, দাবি পুলিশের

কলকাতা : স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তা সত্য, শনিবার সাংবাদিক বৈঠক করে জানাল বিধাননগর পুলিশ কমিশনারেট।

এই অডিয়ো ক্লিপের উপর ভিত্তি করে সঞ্জীব দাস এবং ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে তুলে তাঁদের ১৪ দিনের হেফাজতে নিয়ে জেরার আবেদন আদালতে জানিয়েছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেট সাংবাদিক বৈঠকে জানায়, ধৃত সঞ্জীব দাস স্বীকার করেছে ওই অডিয়োর একটি কণ্ঠস্বর তাঁর।

পুলিশ জানায়, গোপন সূত্রে তারা খবর পায় পেশাদার বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভস্থলে একটি আক্রমণ করার চক্রান্ত করা হচ্ছে। গোপন সূত্রে সেই সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপ তাদের হাতে আসে। সেখানে দুই ব্যক্তির কথোপকথন সামনে আসে। তাঁদের মধ্যে একজন হালতুর বাসিন্দা সঞ্জীব দাস এবং অপরজন কলতান দাশগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =