ব্যারাকপুর:বিজেপির কাছে অন্য কোনও বিকল্প পথ নেই। তাই তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে। ইদে অংশ নিয়ে শনিবার এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন সকাল থেকেই জগদ্দলের গোলঘর ইদগাহের সামনে মুসলিম ভাইদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ‘মানুষ তৃণমূলের সঙ্গে আছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এখনও বাংলার মানুষ মমতা ব¨্যােপাধ্যায়কে বিশ্বাস করেন।’ নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক বিধায়কদের নাম জড়িয়ে পড়া নিয়ে সাংসদের প্রতিক্রিয়া, ‘দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই সাজা পাবে। কিন্তু মিথ্যা অভিযোগে কাউকে হেনস্থা করা ঠিক নয়।’ এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স দুর্নীতিতে বিশ্বাসী। তবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে ধরা তো পড়বেই।
প্রসঙ্গত, ইদে এদিন সকালে নতুন পোশাকে নমাজে অংশ নেয় ৮ থেকে ৮০। জগদ্দলের গোলঘর ইদগাহের সামনে মুসলিম ভাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সম্প্রীতি আরও দৃঢ় করার বার্তা দেন সাংসদ। এদিন তিনি বলেন,‘মিশ্র ভাষাভাষির জগদ্দল-কাঁকিনাড়ায় সকলেই মিলেমিশে থাকেন। পবিত্র ইদে ভেদাভেদ ভুলে সকলেই খুশির উৎসবে সামিল হয়েছেন।’