হাওড়া: আসামীকে ছাড়াতে এবার বিচারকের সই জাল করার অভিযোগ হাওড়া আদালতে। পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তির নাম অমিত দেবনাথ। অমিত হাওড়া আদালতে মুহুরির কাজ করতেন। অভিযোগ, বিচারাধীন একটি মামলাতে অর্থের বিনিময়ে বিচারকের সই নকল করার ফন্দি আঁটেন অমিত। যদিও বিচারকের সই জাল করে জেল থেকে আসামীকে ছাড়াতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসামীকে ছাড়ানোর জন্য মুক্তির নির্দেশিকা বিচারকের সই নকল করে পুলিশের কাছে জমা করেন ওই ব্যক্তি। কর্তব্যরত পুলিশ অধিকারিকদের সই দেখে সন্দেহ হয়। তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সংশ্লিষ্ট বিচারক এই মর্মে কোনও নির্দেশিকা জারি করেননি। এরপরই এই নির্দেশিকার কাগজ ওই মুহুরি কোথা থেকে পেলেন, জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের দাবিহ, জিজ্ঞাসাবাদে সই জাল করার কথা মেনে নেন অভিযুক্ত। এরপরই বিচারকের সই জাল করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে অমিত ধানুকা বলে পকসো আইনে অভিযুক্তকে ছাড়াতেই জাল করা হয়েছিল বিচারকের সই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে পকসো মামলাতে ধৃত অমিত ও তাঁর পরিবারের সঙ্গেও কথা বলে ঘটনার সত্যতা যাচাই করে দেখবে ™ুলিশ, এমনটাই সূত্রে খবর। ধৃত অমিতের সঙ্গে এই কাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।