কলকাতা : মহেশতলায় এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় প্রকাশ, মাংসের দোকানের দুই কর্মীর মধ্যেই ঝামেলার জেরেই এক যুবককে কোপানোর অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধেই। আহত যুবক এই মুহূর্তে পিজি তথা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকায় আক্রা বাজারে সোহেল শেখ ও আলমগীর শেখ নামের দুই কর্মীর মধ্যেই বচসা বাধে। উভয়েই বাজারের একটি মাংসের দোকানের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সোহেল শেখ এর (২০) পেটে ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে আলমগীর শেখ (৪০) ।
একাধিকবার কোপাতেই থাকে বলে অভিযোগ । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যুবক। ওই খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার বিশাল পুলিশবাহিনী। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও শনিবার সে চিকিৎসাধীন। আলমগীরকে এদিন গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নামে মহেশতলা থানার পুলিশ।

