রাফায় শরণার্থী শিবিরে হামলা ‘দুঃখজনক ভুল’: নেতানিয়াহু

গাজা, ২৮ মে: রবিবার রাতে দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে মিসাইল হামলাকে ‘দুঃখজনক ভুল’ বলে দাবি করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের আশ্রয় শিবিরে হামলার পর প্রবল সমালোচনার মুখে পড়ে এহেন দাবি করলেন তিনি। এই হামলায় শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁদিয়েছে ৪৫। প্রথমে ইজরায়েলি সেনা দাবি করেছিল, হামাসের জঙ্গি ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। তাতে বেশ কয়েক জন হামাস কম্যান্ডারের মৃত্যু হয়েছে। সোমবার প্যালেস্টাইনের স্বাস্থ্য দপ্তর জানায়, রাফায় ইজরায়েল বাহিনীর মিসাইল হামলায় অন্তত শিশু সহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ জন। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫। নিজেদের এক্স হ্যান্ডেলে হামলার কথা স্বীকারও করে নেয় ইজরায়েলি সেনা। তারা জানায়, রাফায় একটি বসতি এলাকার উদ্দেশ্যে মিসাইল হামলা করা হয়। যদিও প্যালেস্টাইনের দাবি, উত্তর গাজা থেকে আসা শরণার্থী শিবিরেই হামলা করা হয়েছে ইজরায়েলের তরফে। অবশেষে প্যালেস্টাইনের দাবিই মেনে নিলেন খোদ নেতানিয়াহু।
সোমবার ইজরায়েলের সংসদে রাফায় হামলা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘নিরীহ নাগরিকদের ক্ষতি যাতে না হয়, তার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রবিবার রাতে একটি দুঃখজনক ভুল হয়েছে।’ কীভাবে এই ভুল হল তা জানতে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twelve =