যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর উপর হামলা: বামেদের তীব্র আক্রমণ মন্ত্রী প্রদীপের

দুর্গাপুর  : রবিবার কাঁকসায় এক ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধনে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রসঙ্গে বামেদের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। বলেন, “বর্বরোচিত ঘটনা। আমরা অনেক কিছু সহ্য করি, আর তার বদলে এই উপহার। বাংলার মানুষ বামেদের চরিত্র ও অত্যাচারের কথা ভোলেনি। কখনও ‘টুম্পা’ নাচাচ্ছে, কখনও গণতন্ত্রের পূজারী সেজে বসছে। অপসংস্কৃতি শেখাচ্ছে, প্রশ্রয়ও দিচ্ছে। বিধানসভা ও সংসদে শূন্য হয়েছে, এবার মাইনাস হবে!”

শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে।

রবিবার কাঁকসায় একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ মজুমদার বলেন, “এটি চরম অসভ্যতা! আমরা অনেক কিছু সহ্য করি, কিন্তু তার বদলে এই আচরণ? বামেদের আসল চরিত্র বাংলার মানুষ ভালোভাবেই জানে।” তিনি আরও বলেন, “এখনও সময় আছে, নয়তো নির্বাচনের ফলাফলে তারা আরও বড় শিক্ষা পাবে। বিধানসভা ও সংসদে ইতিমধ্যেই শূন্য হয়েছে, এবার মাইনাস হবে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =