ইডির উপর হামলা: ধৃত দুজনকে সঙ্গে নিয়ে সরবেড়িয়া গেল সিবিআই

রবিবার সকাল ইডির উপর হামলার ঘটনায় ধৃত দুজনকে সঙ্গে নিয়ে সোজা সরবেড়িয়ার গেলেন সিবিআই। ৫ জানুয়ারি, শাহজাহান গড়ে ইডির তল্লাশি চলাকালীন ঠিক কী ঘটেছিল, তা জানতেই এদিন সিবিআই ঘটনাস্থলে পৌঁছে যায়।

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় দফায় দফায় প্রায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সিবিআই। তাদের মধ্যে অন্যতম সুকোমল সর্দার ও মেহবুর মোল্লা। এরা দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ। রবিবার এই দুজনকে নিয়েই সরবেড়িয়া গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রবিবার থাকায় শাহজাহান মার্কেটের বেশ কিছু দোকান বন্ধ ছিল। খোলা দোকানগুলিতে গিয়ে তাঁরা খোঁজখবর নেন। আসলে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান নিজের নামে ফিশ মার্কেট তৈরি করে ফেলেছিলেন। অভিযোগ, সাধারণ মানুষের জমি দখল করে এসব তৈরি হয়েছিল। এনিয়েই সন্দেশখালিতে তীব্র ক্ষোভ। শেখ শাহজাহানের দুর্গে রবিবার নতুন দলীয় কার্যালয় খুললেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =