দিনের শেষে হঠাৎই চাপে পড়ে গেল ভারত

১৫ মিনিট, ৮ বল, ৩ উইকেট! মুম্বইয়ে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে নিজেদের পায়ে কুড়ুল মারল ভারতীয় ব্যাটাররা।‌ শেষ ওভারে রান আউট হন বিরাট কোহলি। যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না অনিল কুম্বলে। কোনও রাখঢাক না করেই ভারতের প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানান, বিরাট কোহলির আউট ‘আত্মঘাতী।’ নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ৮৬। এখনও ১৪৯ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। দিনের শেষে ভারতীয় ব্যাটিংয়ের ভেঙে পড়া মেনে নিতে পারছেন না কুম্বলে। একপ্রকার ব্যাটারদের দুষলেন। কুম্বলে বলেন, ‘প্রত্যেক ম্যাচে একই জিনিস মেনে নেওয়া সম্ভব নয়। তাই বর্তমানে এটা খুবই চিন্তার বিষয়। শুধুমাত্র এক উইকেট হারিয়ে দিন শেষ করা যেত। তারপর জয়েসওয়াল আউট হল। নাইট ওয়াচম্যান এসেই প্রথম বলে ফিরে যায়। তারপরই কোহলির রান আউট।’

কুম্বলে মনে করেন, কোহলির আগ্রাসনই ঝুঁকি নিয়ে এক রান নিতে গিয়ে আউট হওয়ার কারণ। তিনি জানান, এমন একটি মুহূর্ত গোটা দলের মোমেন্টাম নষ্ট করে দিতে পারে। বিশেষ করে কোহলির মতো একজন অভিজ্ঞ ব্যাটার যখন বিনা কারণে আউট হয়। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, ‘কেউ ভাবতে পারেনি কোহলি রান আউট হবে। বিরাট কোহলি দিনের শেষ ওভারে বা খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে রান আউট হবে ভাবাই যায় না। শট মেরে সঙ্গে সঙ্গে রান নেওয়ার জন্য ছোটে। যা আত্মঘাতী।’ চলতি বছর ছয় টেস্ট এবং দশ ইনিংসে কোহলির রান ২৪৯। তারমধ্যে রয়েছে একটি অর্ধশতরান। সর্বোচ্চ ৭০ রান। বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিরাটের এই রানের খরা চিন্তায় ফেলছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফ্যানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =