তিন বছর বয়সেই ঢাক বাজিয়ে মানুষের মন কেড়েছে পাণ্ডবেশ্বরের সুমন

সোমনাথ মুখোপাধ্যায়

পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত নতুনডাঙা গ্রামের তিন বছর বয়সের সুমন বাদ্যকর। এই বয়সেই ঢাক বাজিয়ে মানুষকে অবাক করেছে সুমন বাদ্যকর নামে ওই খুদে। যে বয়সে শিশুরা পুতুল খেলায় মত্ত থাকে, ঠিক সে বয়সেই বিস্ময় বালক সুমন ঢাক বাজিয়ে চমকে দিয়েছে এলাকাবাসীদের। ঢাকের সঙ্গে শোয়া, ঢাকের সঙ্গেই খাওয়া, ঢাকই তার খেলাধুলার একমাত্র সঙ্গী। এমনটাই সুমনের পরিবারের তরফে জানায়। তার বাবা মা পেশায় দিনমজুর। পরিবারের দাদু ও মামারা ঢাক বাজিয়ে রজি রুটি চালান। দাদু ও মামার থেকেই শিক্ষা সুমনের। তাদের দেখে দেখেই শুরু হয় তার ঢাক বাজনা। বর্তমানে সে এক পারদর্শী ঢাকিয়ের মতো ঢাক বাজাতে সক্ষম। বিকেল হলেই বাড়ির উঠোনে ঢাক বাজিয়ে সময় কাটে সুমনের। আর তার ঢাকের বাজনা শুনে ভিড় করে এলাকার মানুষ। এলাকায় এক বিস্ময় বালক সুমন, যা ঢাকবাদ্যিদের কথায় জনে জনে প্রচারিত। তার কথা শুনে তাকে সংবর্ধনা দিতে তার বাড়িতে এলেন তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। গৌতম বাবু জানান, তাদের দল সবসময় মানুষের পাশে থাকে, শিল্পীর পাশে থাকে। তাই যখন শুনি আমার এলাকায় এমন একটি খুদে গুণী শিল্পী রয়েছে তার সঙ্গে একবার সাক্ষাৎ করার মনের ইচ্ছা জাগে। সুমনের বাড়িতে এসে অঞ্চল সভাপতি বলেন, সুমনের পড়াশোনা এবং আগামী দিনে একজন প্রতিষ্ঠিত ঢাক-বাজিয়ে হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই তিনি বহন করবেন। এভাবে অঞ্চল সভাপতিকে পাশে পেয়ে আপ্লুত সুমনের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =