মুম্বইয়ে চারতলা বাড়ি ভেঙে মৃত কমপক্ষে ১০

মুম্বইয়ের (Mumbai) কুরলায় চারতলা বাড়ি ভেঙে (Building collapsed) মৃত্যু হয়েছে ১০ জনের। এই দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সোমবার গভীর রাতে আচমকাই ওই চারতলা বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বাসিন্দারা। তাতেই ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই ঘোষণা করেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতরা বিনামূল্য চিকিৎসা পরিষেবা পাবেন।

বিএমসি কমিশনার ইকবার এস চাহাল জানিয়েছেন, ১৩ জনের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা গুরুতর আহত হওয়ায় তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধার কাজ শুরু করে দিয়েছিল পুলিশ ও দমকল বাহিনী। এইসঙ্গে উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ধ্বংসস্তূপে আটকে থাকাদের বাঁচাতে এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =