গাজা, ১৭ ডিসেম্বর: রবিবার আকাশপথে ইজরায়েলি হানায় উত্তর গাজার জাবালিয়ায় অন্তত ১৪ জন মৃত ও আহত বহু। অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে অনুমান। গাজার স্বাস্থ্য মন্ত্রকের এদিন জানানো হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ হাজার মানুষ ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ রয়েছেন। ১৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ও মৃতদের তালিকায় মহিলা এবং শিশুই ৭০ শতাংশ।
ইজরায়েলের সেনার তরফে দাবি করা হয়েছে, গাজার দু’টি ßুñলে ঘাঁটি গেড়েছিল থাকা সশস্ত্র জঙ্গিদের খতম করা হয়েছে। শুক্রবার একটি ßুñলের কাছে গুরুতর আহত হন কাতারের এক সংবাদ সংস্থার গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল দাহদু ও চিত্রসাংবাদিক সামের আবুদাকা। সংবাদ সংস্থাটির তরফে দাবি করা হয়েছে, ঘটনার খবর পেয়ে অ্যাম্বুল্যান্স গেলেও, সেটাকে ঢুকতে দেওয়া হয়নি। ফলে ড্রোন হামলায় আহত সামের রক্তাক্ত অবস্থায় পাঁচ ঘণ্টার বেশি পড়ে থাকলেও কিছু করা সম্ভব হয়নি। চিত্রসাংবাদিক সামের মারা যান। যদিও এনিয়ে ইজরায়েলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।