জবলপুরের হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৮

মধ্যপ্রদেশের জবলপুরে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। জবলপুরের ওই হাসপাতালে সোমবার দুপুরে আগুন লাগে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী এবং তিন জন হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে।গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা। পুলিশের প্রাথমিক ধারনা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিকে মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবার-পরিজনকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

এদিন দুপুরে জবলপুরের দামোহ নাকা এলাকার বেসরকারি নিউ লাইফ মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। রোগীদের অন্য হাসপাতালে সকিয়ে নিয়ে যাওয়া হয়। সাবধানতা সত্ত্বেও অন্তত ৫ জন রোগী এবং ৩ জন্য হাসপাতালের কর্মীর মৃত্যু হয়। জখম হয়েছেন অন্তত ১২ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জবলপুরের চিফ সুপার অখিলেশ গৌর জানান, ‘বড়সড় অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। হাসপাতালে ভিতরে যারা আটকে পড়েছিলেন আমরা সকলকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’ আগুনও নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। জবলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানান, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =