ফের জঙ্গি হামলায় (Terrorist attack) বিধ্বস্ত পাকিস্তান (Pakistan)। পুলিশের সদর দপ্তরে পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে কমপক্ষে ৭ জনের। পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী তথা তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। ইতিমধ্যে ইসলামাবাদ ও অন্যান্য শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ৭টা নাগাদ হামলা চালায় জনা দশেকের এক দল। তারা গুলি চালাতে থাকে করাচি পুলিশের সদর দপ্তরে ঢুকে। জবাব দেয় পুলিশও।
গত সপ্তাহেই পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে এক বিস্ফোরণে মারা যান ৮০ জনেরও বেশি পুলিশ অফিসার। সেই ঘটনার পর খোদ করাচিতে পুলিশের সদর দপ্তরে হামলা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। কেননা, করাচি পুলিশের ওই সদর দপ্তর এলাকায় রয়েছে পুলিশের কোয়ার্টারও। সেখানে বহু উচ্চপদস্থ অফিসার পরিবার-সহ বাস করেন। এমন এক হাই প্রোফাইল এলাকা, যেখানে নিরাপত্তার বেষ্টনী বরাবরই মজবুত সেখানে এমন হামলা নিঃসন্দেহে আশঙ্কাজনক। এদিকে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। শনিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে করা টুইটে এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেখানেই তিনি লিখেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণ কোনও দিন তালিবানের হাতে গেলে তিনি অবাক হবেন না।