মার্কিন মুলুকে দাপিয়ে বেড়াচ্ছে একদল বন্দুকবাজ। রবিবার সারাদিনে এই বন্দুকবাজদের হামলায় প্রাণ গেল কমপক্ষে ৬ জনের। সারা দিনে একাধিক জায়গায় চলেছে গুলি, আহত হয়েছেন ৪০ জন। জানা গিয়েছে, রবিবার শিকাগো, ওয়াশিংটন স্টেট, পেনসিলভেনিয়া , সেন্ট লুইস, দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও বাল্টিমোরে হামলা চলে।
রবিবার ভোরে সেন্ট লুইসেও একটি অফিস বিল্ডিংয়ে গুলি চলে। ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়, গুরুতর আহত হয় আরও নয় জন নাবালক। ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পুল পার্টিতেও গুলি চলে। আহত হন কমপক্ষে ৮ জন। এরপরে সকালে শিকাগোর পার্কিং লটে প্রথম গুলি চলার ঘটনা ঘটে। ওই পার্কিং লটে জুনেটিন্থ অনুষ্ঠান পালন করা হচ্ছিল, প্রায় শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে। হঠাৎই বেশ কয়েকজন বন্দুকবাজ চড়াও হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতো শুরু করে। কমপক্ষে ২৩ জন গুলিবিদ্ধ হয় ওই হামলায়। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।
অন্যদিকে, রাতে ওয়াশিংটন স্টেট ক্য়াম্পগ্রাউন্ডে একটি সঙ্গীতানুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে।