বিহারে বালিবোঝাই নৌকোয় বিস্ফোরণে মৃত অন্তত ৪

বিহারে (Bihar)মাঝগঙ্গায় নৌকোয় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২০। তাঁদের কোনওক্রমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, নৌকোয় সিলিন্ডার বিস্ফোরণ (Blast) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, নৌকোয় বেআইনিভাবে তোলা বালি (Illegal Sand) নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাটনার (Patna) দানাপুর এলাকার একটি ঘাট থেকে রওনা দিয়েছিল একটি নৌকো। মাঝগঙ্গায় নৌকোয় রান্না করা হয়। সেসময়  সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউদাউ আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার পর বালি পাচারকারীদের কোনও হদিশ এখনও মেলেনি। গ্রেপ্তারও হয়নি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 2 =