মেক্সিকোর শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৩৯

মেক্সিকোর (Mexico) শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে মৃত্যু হল অন্তত ৩৯ জনের। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা এই আগুন লাগে। অন্তত ৪০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার সীমান্তের কাছে সিউদাদ জুয়ারেজ শহরে শরণার্থী শিবিরে একসঙ্গে এতজনের মৃত্যু কখনই হয়নি।

মঙ্গলবার খুব ভোরবেলায় আচমকাই আগুন ধরে যায় শরণার্থী শিবিরে। ভয় পেয়ে রীতিমতো হুড়োহুড়ি করে শিবির ছাড়ার চেষ্টা করেন তাঁরা। তবে অনেকেই আগুনের মধ্যেই আটকা পড়েন। দমকলবাহিনী ঘটনাস্থলে এসে বেশ কয়েকজনকে উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের। আমেরিকার সীমান্তের কাছে এই সিউদাদ জুয়ারেজ শহরে সাময়িকভাবে বসবাস করেন বহু শরণার্থী। এই শহর থেকেই আমেরিকায় প্রবেশের প্রস্তুতি নেন তাঁরা।

জানা গিয়েছে, সোমবারই সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটে এসে পৌঁছেছিলেন ৭১ জন শরণার্থী (Migrants)। শরণার্থী শিবিরে আগুন লাগার কারণ নি।এ সরকারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার আগেই শিবিরের ভিতরে কোনও সমস্যা দেখা গিয়েছিল। তারপরেই এই আগুন। তবে কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সিউদাদ জুয়ারেজের প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =