পেশোয়ার, ৩০ জানুয়ারি: ভর দুপুরে পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল মসজিদ! ইতিমধ্যে ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ১৫০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এই হামলার ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।সূত্রের খবর, হামলাকারীদের টার্গেট ছিল মূলত পুলিশ।
স্থানীয় সূত্র খবর, পেশোয়ারে পুলিশের সদর দপ্তরের ক্যাম্পাসেই ছিল মসজিদটি। এদিন দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ নমাজের পরই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি। জানা গিয়েছে, প্রার্থনা গৃহের ছাদ ও দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে।পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও এবং সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মসজিদের অন্দরে আত্মঘাতী হামলা চলেছে। জানা গিয়েছে, নমাজ পড়ার সময় সামনের সারিতেই হাজির ছিল হামলাকারী। প্রার্থনা শেষ হতেই নিজেকে উড়িয়ে দেয় সে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওতে দেখা গিয়েছে, চারিদিকে রক্ত ছড়িয়ে। দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর্ত চিৎকারে চারদিকে কান পাতা দায়। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পেশোয়ার পুলিশ লাইন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পেশোয়ারের হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম খান জানান, আমাদের এখানে বহু মৃতদেহ এসেছে। মারাত্মক পরিস্থিতি। আহতদের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৪৭ জনকে সেখানে আনা হয়েছে। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে শিয়া মসজিদে হামলায় চালিয়েছিল আইএস জঙ্গিরা। প্রাণঘাতী হামলায় মৃত্যু হয়েছিল ৬৪ জনের। এবারও কি ধর্মস্থানকে নিশানা করল আইএস জঙ্গিরা, সেই উত্তরই খুঁজছে পাক প্রশাসন।