মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় ঝলসে মৃত কমপক্ষে ২৫, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

মহারাষ্ট্রের বুলধানায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। শুক্রবার রাত ২ টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নাগপুর থেকে পুনে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে বাসটিতে আগুন লেগে যায়। দগ্ধ অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হলে পরে অনেকের মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।  অন্যদিকে নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আহতদের বিনামূল্যে চিকিৎসার কথাও ঘোষণা করা হয়েছে।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানেও জানান, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসটির চালক। টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। তারপরই আগুন ধরে যায় সেটিতে।

এদিনই সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একান্ত শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ফড়নবিশ জানান, মৃতদেহগুলি পুড়ে যাওয়ায় তা শনাক্ত করতে সমস্যা হচ্ছে। সেই কারণেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eighteen =