জেরুসালেম : মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির মাঝেই প্যালেস্তাইনি বসতি ওয়েস্ট ব্যাংকে আবার হামলা চালাল ইজরায়েলি সেনা।
জানা গিয়েছে, তুলকারেম শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমানহানায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক হাজার প্যালেস্তাইনি সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে ওয়েস্ট ব্যাংক স্বশাসিত কর্তৃপক্ষ জানিয়েছেন।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ওয়েস্ট ব্যাংকে বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় প্যালেস্তাইনি জঙ্গিদের গতিবিধির ‘সুনির্দিষ্ট তথ্য’ ছিল বলে দাবি তেল আভিভের।
গাজা ভূখণ্ড হামাসের দখলে থাকলেও প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে ওয়েস্ট ব্যাংকের একাংশ দখল করে রয়েছে।