আফগানিস্তানে বিস্ফোরণে নিহত তালিবানপন্থী ধর্মগুরু-সহ অন্তত ১৮

ফের ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানে। বুধবার হেরাত প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয়েছে এক প্রভাবশালী তালিবানপন্থী ধর্মগুরু-সহ অন্তত ১৮ জনের। আহত কমপক্ষে ২১। এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার নমাজ পড়ার ঠিক আগে হেরাতের গাজারগাহ মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই হামলায় মৃত্যু হয়েছে প্রভাবশালী তালিবানপন্থী মুসলিম ধর্মগুরু মুজিব রহমান আনসারি। হামলায় তাঁর ভাই-সহ বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন বলে খবর। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, শুক্রবার নমাজে পাঠ করানোর জন্য মসজিদে আসেন আনসারি। তখনই তাঁর দিকে দৌড়ে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। মুহূর্তে কালো ধোঁয়া ও বারুদের ধোঁয়ায় ভরে যায় আশপাশ। প্রশাসন সূত্রে খবর, এপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২১। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তালিবান। দেশটির শাসকদলের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ টুইটারে শোকপ্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =