ভারী বৃষ্টিতে ভূমিধসে নেপালে মৃত কমপক্ষে ১৭

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের বন্য়ায় ভয়াবহ ছবি গোটা বিশ্ববাসী দেখেছে। সেখানে প্রায় ১ কোটি মানুষ ঘরছাড়া। প্রাণ গিয়েছে ১৩০০ র বেশি মানুষের। এবার আরেক প্রতিবেশী দেশে প্রাকৃতিক দুর্যোগে মারা গেলেন কমপক্ষে ১৭ জন। শনিবার এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিম নেপালে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে মারা গিয়েছেন ১৭ জন।

গত বেশ কয়েকদিন ধরে নেপালের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সুদুরপশ্চিম প্রদেশের আচ্ছাম জেলার বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ভারপ্রাপ্ত মুখ্য জেলা দীপেশ রিজাল জানিয়েছেন, এই জেলায় ভূমি ধসের কারণে মৃত্যু হয়েছে ১৭ জনের। ভূমি ধসে আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের চিকিৎসার জন্য বিমানে করে সুরখেত জেলায় নিয়ে যাওয়া হয়েছে। আধিকারিকদের তথ্য অনুযায়ী, ভূমি ধসের কারণে নিখোঁজ হয়েছেন তিনজন। উদ্ধারকাজে নেপালের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান চালু রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জন মারা গিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিক।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিয়ো ফুটেজ থেকে জানা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নিখোঁজ মানুষদের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছেন। গুরুতর আহত ব্যক্তিদের এই সদস্যরাই স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রসঙ্গত, নেপালের মতো পার্বত্য দেশে প্রবল বৃষ্টিতে ভূমিধসের ঘটনা খুব অস্বাভাবিক নয়। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে সেখানে। নেপাল সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, চলতি বছরেই প্রবল বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় নেপালে ৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে। ১২ জন নিখোঁজ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =