নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। নিহতদের মধ্যে স্কুলপড়ুয়াও রয়েছে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুর এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও।
The Prime Minister has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic bus accident in Himachal Pradesh. The injured would be given Rs. 50,000 each.
— PMO India (@PMOIndia) July 4, 2022
प्रधानमंत्री श्री @narendramodi जी समस्त प्रदेशवासियों की ओर से आपका कोटि कोटि आभार।#हिमाचलदिवस पर आपका ऊर्जावान व आशीष स्वरूप बधाई संदेश राज्य की समस्त जनता को गौरवान्वित कर रहा है।
प्रधानमंत्री जी आपके आशीर्वाद एवं मार्गदर्शन से हम उज्ज्वल हिमाचल की दिशा में आगे बढ़ रहे है। https://t.co/MjBiSiuU82
— Jairam Thakur 🇮🇳 (@jairamthakurbjp) April 15, 2022
জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ হিমাচল প্রদেশের কুলুর (Kullu) নেওলি-শানসের রোড দিয়ে ওই বেসরকারি বাসটি যাচ্ছিল। সাইঞ্জ উপত্যকার কাছে জংলা এলাকায় বিপত্তি। বাসটি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায়। বাসটি একেবার দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানান, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। নিহতদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।