‘মদমুক্ত’ বিহারে (Bihari) ফের বিষমদে মৃত্যু মিছিল। এবার মতিহারি জেলার একধিক গ্রামে বিষমদ খেয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ ৪৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
মোতিহারির লক্ষ্মীপুর, পাহাড়পুর, হরসিদ্ধি ব্লকে এই ঘটনা ঘটেছে। রাজধানী পাটনা থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫০ কিলোমিটার। ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার পর থেকে বার বার বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই কারণে নীতীশের দিকে আঙুল তুলেছে বিজেপি। নীতীশ যদিও জানিয়েছে, এ সব ঘটনা আসলে মানুষকে শিক্ষা দিচ্ছে।
বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর বার বার বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে। বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই নিয়ে নীতীশ সরকারের দিকে আঙুল উঠেছে। বিজেপি সরকারে থাকার সময়েও তাদের নেতা-মন্ত্রীরা বেফাঁস মন্তব্য করেছেন। নীতীশ যদিও নিজের সিদ্ধান্তে অনড়ই রয়েছেন।