সোমবার বিধানসভা নির্বাচন নাগাল্যান্ড, মেঘালয়েও

সোমবার  নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভার ভোট গ্রহণ। এদিকে শনিবার বিকাল চারটের সময়েই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। গত এক মাসের বেশি সময় ধরে দুই রাজ্যে, নিজের নিজের কেন্দ্রে ভোটারদের মন জয় করতে ঝাঁপিয়ে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতা থেকে প্রার্থীরাও। অন্যদিকে এই নির্বাচন ঘিরে যাতে কোন অশান্তি না হয় সেই জন্য চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে নাগালান্ড এবং মেঘালয়ে। প্রসঙ্গত, দুটি রাজ্যেই ৬০টি করে বিধানসভা কেন্দ্র। দুই রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর লোকজন টহল দেওয়ার সঙ্গে বাড়তি নজর রাখছে সীমান্ত এলাকায়। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে এখন যাতে কেউ আসতে না পারেন সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে। ২ তারিখ, নির্বাচনের ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত ওই আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ থাকবে।

এদিকে রবিবার ভোর থেকেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ভোট গ্রহণ কর্মীরা। একাধিক জায়গায় ভোট কর্মীদের যথাযথ ভাবে পৌঁছে দিতে হাজির থাকছেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা। কারণ পথে পড়ে বুনো হাতির যাতায়াতের পথ। এছাড়া নদী পেরিয়ে বা জঙ্গলের মধ্যে ব্রিজ টপকেও যেতে হচ্ছে ভোট গ্রহণ কর্মীদের। মেঘালয়ের নির্বাচনী ময়দানে আসছেন ৩৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে ৩৬ জন মহিলা। মেঘালয়ে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস লড়াই করছে ৫৬ আসনে। এই রাজ্যে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী কানরাড সাংমার দল এনপিপি। এবারের মেঘালয়ের বিধানসভা ভোটের লড়াই  সরগরম। কারণ, এনপিপি  বিজেপি, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস লড়াই করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =