ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম, উদ্ধারকাজে হাত লাগিয়েছে বায়ুসেনা

প্রবল বৃষ্টিতে নাজেহাল অসম (Assam)। প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। কার্যত বিছিন্ন হয়ে পড়েছে ডিমা হাসাও জেলাটি। ধস নেমে রাস্তা ভেঙে যাওয়ায় যাতায়াতের পথ প্রায় বন্ধ। বন্যার (Assam Flood) কবলে পড়ে মৃত্যু হয়েছে ছয় জনের। এহেন পরিস্থিতিতে লুমদিং-বদরপুর অঞ্চলে আটকে পড়েছিল দু’টি ট্রেন। সেই ট্রেনে আটকে থাকা প্রায় তিন হাজার যাত্রীকে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।

গত শনিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে অসমে। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা। সেই প্রসঙ্গে রেলের মুখপাত্র জানিয়েছেন, ‘যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এরপরে আমরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ শুরু করব। তবেই ফের স্বাভাবিক ভাবে রেল পরিষেবা শুরু করা যাবে।’ জানা গিয়েছে, নিউ হাফলং স্টেশনটি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতটি জেলায় ৫৫ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ৩৩ হাজার মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

উত্তর-পূর্ব রেলের এক মুখপাত্র বলেছেন, ‘ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। গত শনিবার থেকে ডিমা হাসাও (Dima Hassao) জেলায় ট্রেন দুটি আটকে পড়েছিল। ক্রমাগত বৃষ্টির কারণে উদ্ধারকাজ বেশ কয়েকবার বাধা পেয়েছে। তাই কপ্টারে করে যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, বন্যার কারণে ইতিমধ্যেই ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামিদিনে আরও ১০ টি ট্রেন বাতিল করে দেওয়া হতে পারে।ডিমা হাসাও জেলার হাফলং (New Halflong Station) এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রবল জলের তোড়ে হেলে পড়েছে নিউ হাফলং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন। একই সঙ্গে দেখা যাচ্ছে, জলের ঢেউয়ে ভেসে যাচ্ছে রেললাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =