এশিয়াডের স্বর্ণালী সমাপ্তি অনুষ্ঠান, শ্রীজেশের হাতে উজ্জ্বল তেরঙ্গা

অবশেষে হানঝাউয়ে ১৯তম এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন। উজ্জ্বল এশিয়াডের সমাপ্তি অনুষ্ঠানে পিআর শ্রীজেশের হাতে দেখা গেল ভারতের পতাকা। ‘বিগ লোটাস’ ফের একবার মোহময়ী হয়ে উঠেছিল। এ বারের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বেশ নজরকাড়া। সেটিও হয়েছিল ‘বিগ লোটাস’-এ। সেখানে টেকনোলজির বিরাট প্রয়োগ নজরে পড়েছিল। এ বার সমাপ্তি অনুষ্ঠানও হল বেশ জমকালো। ৭৫ মিনিটের সমাপ্তি অনুষ্ঠান হল বেশ রঙিন ও প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ। ১৯তম এশিয়ান গেমসে পুরুষদের হকিতে এসেছে সোনা। জাপানকে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিটও পেয়েছেন হরমনপ্রীত সিং-পিআর শ্রীজেশরা। এটাই হয়তো শ্রীজেশের শেষ এশিয়ান গেমস। ফলে এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হওয়ার সুযোগ পাওয়ায় তৃপ্ত শ্রীজেশ। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে সংস্কৃতি ও খেলার সম্পর্ক ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। পরবর্তী এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়াতে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার অ্যাক্টিং চিফ রণধীর সিং জানান, এশিয়ান গেমসের অফিসিয়াল সমাপ্তি হল। রণধীর সিং বলেন, ‘এশিয়ার যুবকরা যেন ভ্রাতৃত্বের চেতনায় এবং মানবতার মঙ্গলের জন্য এশিয়ান গেমস উদযাপন করে, সেই আশা রাখি। গত ১৬ দিন ধরে আমরা এই মহিমান্বিত শহরে অনেক অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি। এক দুর্দান্ত এবং স্মরণীয় এশিয়ান গেমস সম্পন্ন হল।’ রণধীর সিংয়ের কথায়, ‘এশিয়া এবং বিশ্ব হানঝাউকে ভালোবাসে! আপনারা দারুণ ভাবে এশিয়ান গেমস আয়োজন করেছেন। ওসিএ যা কখনই ভুলবে না। আপনারা যা করেছেন তার জন্য আমি চিন সরকার, চিনা অলিম্পিক কমিটি, হানঝাউ এবং HAGOC-এর জনগণকে ধন্যবাদ জানাতে চাই। হানঝাউ এশিয়ান গেমস দারুণ সফল হল।’ চিন এ বারের এশিয়ান গেমসে পদক প্রাপ্তির তালিকার শীর্ষে। ২০১টি সোনা, ১১১টি রুপো এবং ৭১টি ব্রোঞ্জ পেয়েছে চিন। জাপান পেয়েছে ৫২টি সোনা, ৬৭টি রুপো এবং ৬৯টি ব্রোঞ্জ। সাউথ কোরিয়ার ঝুলিতে এসেছে ৪২টি সোনা, ৫৯টি রুপো ও ৮৯টি ব্রোঞ্জ। আর এ বারের এশিয়ান গেমসে ১০৭ পদক জিতেছে ভারত। তাতে রয়েছে ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। এশিয়ান গেমসের এই সমাপ্তি অনুষ্ঠানেই অলিম্পিকের প্রত্যাশার মশাল জ্বালিয়ে ফেললেন ভারতীয় অ্যাথলিটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =