এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা, দলে বাংলার পেসার

বাংলা ক্রিকেটে জুনিয়র স্তরে দাপট দেখিয়েছেন। তাঁকে ভারতীয় দলের ভবিষ্যতের সামি-বুমরা ধরা হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছেন। নজরে যুব বিশ্বকাপ। তার আগে আরও একটা ধাপ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতে জায়গা করে নিয়েছেন বাংলার পেসার যুধাজিৎ গুহ। ৫০ ওভারের ফরম্যাটে হবে এশিয়া কাপ।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। রেকর্ড আট বার এই টুর্নামেন্ট জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এ বারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে আরব আমির শাহিতে। গ্রুপ এ-তে রয়েছে ভারত। একই গ্রুপে রয়েছে পাকিস্তান, জাপান ও আয়োজক আরব আমির শাহি। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। মূল টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের যুব দল।

ভারতের অনূর্ধ্ব ১৯ দল এশিয়া কাপ শুরু করবে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে। ৩০ নভেম্বর ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। বাংলার পেসার যুধাজিৎ ছাড়াও এই টিমে চর্চিত নাম আয়ুষ মাহত্রে। সদ্য প্রথম শ্রেনির ক্রিকেটে খেলা শুরু করেছেন মুম্বইয়ের এই ওপেনার। রঞ্জি ট্রফিতে নজর কেড়েছেন। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনির নজরে পড়েছেন। চেন্নাই সুপার কিংস এই তরুণ ওপেনারকে ট্রায়ালেও ডেকেছে। রয়েছেন গত মরসুমে মাত্র ১২ বছরে রঞ্জি ট্রফিতে খেলা বৈভব সূর্যবংশীও।

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড-আয়ুষ মাহত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (ক্যাপ্টেন), কিরন ছোরমালে (ভাইস ক্যাপ্টেন), প্রণব পন্থ, হরবংশ সিং, অনুরাগ কাউড়ে, হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সামর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =