এশিয়া কাপ পাকিস্তানেই, তবে ভারত খেলবে অন্য দেশে

শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাকিস্তানেই হচ্ছে এশিয়া কাপ৷ তবে বিসিসিআই-এর তরফে জয় শাহ জানিয়েছিল যে ভারত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না৷ এই নিয়ে কম জলঘোলা হয়নি৷ পাকিস্তানেও আওয়াজ উঠতে শুরু হয়েছিল ভারতে বিশ্বকাপ বয়কট করার৷ তবে এই সিদ্ধান্তে সাপও মরল আর লাঠিও ভাঙল না৷ এশিয়া কাপ পাকিস্তানের মাটিতেই হচ্চে আর ভারতের খেলা পড়বে অন্য কোনও দেশের মাটিতে৷ তবে কোথায় ভারত খেলবে তা এখনও জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + seventeen =