এশিয়া কাপের স্বপ্ন সংকটে, বিশ্বকাপেও হয়তো নেই সঞ্জু স্যামসন

কর্ণাটকের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন যখন ভারতীয় দলে সুযোগ পান না, তাঁর সমর্থকরা নেটদুনিয়ায় বোর্ডের বিরাট সমালোচনা করেন। আর সেই তিনিই আবার যখন ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েও তা কাজে না লাগাতে পারেন, সেই সমর্থকরাই চটে যান তাঁর উপর। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান সফরে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি সঞ্জু স্যামসন। যে কারণে, শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপের  স্কোয়াডে তাঁকে না-ও দেখা যেতে পারে। আরও ভালো করে বললে, সূত্রের খবর অনুযায়ী ২০ অগস্ট এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে চলেছে বিসিসিআই। আর সেই স্কোয়াডে সঞ্জু স্যামসনের নাম থাকার সম্ভবনা ভীষণ কম। তেমনটা হলে বিশ্বকাপেও হয়তো দেখা যাবে না সঞ্জু স্যামসনকে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বর্তমানে আয়ার্ল্যান্ড সফরে গিয়েছেন সঞ্জু স্যামসন। টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, ক্যারিবিয়ান সফরে সঞ্জু স্যামসন নিরাশাজনক পারফর্ম করার জন্য তাঁকে সম্ভবত ভারতের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হবে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু করেন ১২, ৭ এবং ১৩ রান। এ ছাড়া দুটি ওডিআই ম্যাচে তিনি করেন ৯ এবং ৫১ রান। এই পারফরম্যান্সের কারণেই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না-ও পেতে পারেন সঞ্জু। বিসিসিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা বর্তমানে এশিয়া কাপের জন্য দল বাছাই করবে এবং বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড পরে বাছা হবে। সঞ্জুর এশিয়া কাপের স্কোয়াডে থাকার সম্ভবনা কমার অন্যতম কারণ, ঈশান কিষাণ রয়েছেন। লোকেশ রাহুলের ফেরার সম্ভবনা অত্যন্ত উজ্জ্বল। রাহুল উইকেট কিপিং করতেও পারেন। এখনও অবধি ভারতের হয়ে যে ১৩টি ওডিআই ম্যাচে সঞ্জু খেলেছেন, তাতে তাঁর গড় ৫৫-র উপরে। কিন্তু তা-ও এশিয়া কাপে তিনি না-ও ডাক পেতে পারেন। ফলে এশিয়া কাপের স্কোয়াডে সঞ্জু জায়গা না পেলে, তাঁকে এ বারের বিশ্বকাপে ভারতের জার্সিতে না-ও দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =