সারা দেশের মধ্যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন পেল সেরা পারফরম্যান্স পুরস্কার

বুবুন মুখোপাধ্যায়

সারা দেশের মধ্যে আসানসোল কর্পোরেশন সেরা পুরস্কার অর্জন করল। পেল ৭.৩৫ কোটি টাকা। দশ লক্ষেরও বেশি জনসংখ্যার শহরগুলোর পরিবেশ উন্নত করতে, কেন্দ্রীয় সরকারের তরফে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট তহবিল বরাদ্দ করা হয় গত বছর। এই পরিমাণ অর্থরাশি ব্যবহারে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পারফরম্যান্স সারা দেশে সেরা ছিল। যার কারণে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে পুরস্কার হিসেবে ৭ কোটি ৩৫ লক্ষ টাকা অতিরিক্ত অনুদান দেওয়া হচ্ছে। বিদায়ী মিউনিসিপ্যাল কমিশনার নীতিন সিংহানিয়া এবং মেয়র বিধান উপাধ্যায় সকল কর্পোরেশন টিমকে এই সাফল্যের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। আসানসোলের এয়ার কোয়ালিটি ম্যানেজম্যান্ট তথা একিউএমের নোডাল অফিসার কাঞ্চন কান্তি শ্যাম বলেন, ২০২১-২২ সালে ১৫ তম অর্থ কমিশনের অধীনে, আসানসোল কর্পোরেশনকে ৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আসানসোল কর্পোরেশন সেই অর্থ পরিকল্পিতভাবে ব্যবহার করেছে। তাই আসানসোল কর্পোরেশনকে পুরস্কার হিসেবে অতিরিক্ত ৭ কোটি ৩৫ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। তিনি বলেন, মেয়র ও মিউনিসিপ্যাল কমিশনারের নির্দেশে চলার পরই এই সাফল্য অর্জন মিলেছে। তিনি বলেন, চলতি আর্থিক বছরে ২০২২-২৩ একিউএম-এর আওতায় আসানসোল কর্পোরেশনকে ২৫ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। ১২ কোটি ৭৫ লক্ষ টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। এই পরিমাণ অর্থ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের বায়ুর গুণমান উন্নত করতে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =