ব্যারাকপুর: ‘নির্বাচন কমিশনার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে নির্বাচন বন্ধ করে দিন।’ সোমবার ব্যারাকপুরে এসে এমনটাই দাবি করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস-চেয়ারম্যান অরুণ হালদার। তিনি বলেন, ‘নির্বাচনের নামে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, মানুষের প্রাণ রক্ষা করতে পারছেন না নির্বাচন কমিশনার। রাজনৈতিক হিংসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, বাংলায় কালচার হয়ে দাঁড়িয়েছে, নির্বাচন আসলেই বোমাবাজি করে ক্ষমতা দখল করার। তাই বাংলায় রাজনৈতিক হানাহানি বন্ধ হওয়া উচিত।’
প্রসঙ্গত, গত ১৯ জুন ব্যারাকপুর সেনা ছাউনির ম্যান্ডেলা হাউসের একটি ফ্ল্যাট থেকে তরুণী চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার মৃতার পরিবারের সদস্যদের নিয়ে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করতে আসেন জাতীয় এসসি কমিশনের ভাইস-চেয়ারম্যান অরুন হালদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণ হালদার বলেন, খুব দুঃখজনক ঘটনা। একজন প্রতিষ্ঠিত সমাজকর্মী তথা চিকিৎসক খুন হয়ে গেল। পুলিশ বলছে, সুইসাইড এবং তার কাছে অভিযোগ জমা পড়েছে খুনের। জাতীয় এসসি কমিশনের ভাইস-চেয়ারম্যানের কথায়, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনা অধিকারিক এবং পুলিশ কমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন। ময়নাতদন্তের রিপোর্টে মৃতার শরীরে ১৪ টা ক্ষতের দাগ মিলেছে। অরুণবাবু বলেন, পুলিশি তদন্তে গাফিলতি থাকলে কমিশন সতর্ক আছে। কারণ, কমিশনও আলাদা করে ঘটনার তদন্ত করছে।