কলকাতা : আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ার অভিনব প্রতিবাদের ডাক দিলো ‘আর্ট আড্ডা ও শিল্পী সমাজ’।
উদ্যোক্তাদের তরফে সামাজিক মাধ্যমে আবেদন করা হয়েছে, “আজ সম্ভবত আমরা এক যুগ সন্ধিক্ষণে এসে থমকে দাঁড়িয়েছি! এ’কথা বলার অপেক্ষা রাখে না যে, আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে আমরা কেউই মোটেও খুশি বা আশাবাদী নই। হত্যা, প্রতিহিংসা, ধর্ষণের মতো নারকীয় ঘটনাগুলো ক্রমশ সমাজের সব স্তরেই বেড়ে চলেছে। শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির করাল থাবা ক্রমশ প্রকট।
তাই, আমরা আমাদের নিজস্ব উপায়ে এই অশুভর বিরূদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। বলা বাহুল্য এটা হবে সম্পূর্ণ অরাজনৈতিক (দলীয় রাজনীতি বর্জিত) এবং শৈল্পিক প্রতিবাদ।
☆ আমরা প্রত্যেকে ১২”×১২” ইঞ্চির একটি আঁকা অফেরতযোগ্য ক্যানভাসে (ফ্রেম বা কাঠামো ছাড়া) আমাদের অনুভবকে প্রকাশ করব। যার চারপাশে এক ইঞ্চি রঙ করা মার্জিন থাকবে সেলাইয়ের জন্য। অর্থাৎ সবমিলিয়ে ক্যানভাসের মাপ = ১৪”×১৪” ইঞ্চি। আন্দোলনে এই ক্যানভাসগুলোই হবে আমাদের প্রাথমিক ব্যাক্তিগত অবদান।
☆ ছবির পেছনে নিজের নাম আর ফোন নম্বর অবশ্যই লিখতে ভুল করবেন না। আর্কাইভিং-এর জন্য তা বিশেষ প্রয়োজনীয়।
☆ সমস্ত ক্যানভাস সেলাই করে একত্রিত করে তৈরি হবে এক বা একাধিক (সংখ্যার নিরিখে) বড় সম্মিলিত কাজ।
☆ আগামী ২১ সেপ্টেম্বর,২০২৪ প্রথমে এই সম্মিলিত কাজের একটা সৃজনশীল উপস্থাপনা দুই/তিন ঘন্টার জন্য কলেজ স্কোয়ারে রাখা হবে।
☆ সে’খানে সমগ্র শিল্পী সমাজের পক্ষ থেকে নির্ধারিত কয়েকজন আমাদের প্রতিবাদ, উদ্দেশ্য ইত্যাদি নিয়ে বক্তব্য রাখবেন।
☆ এই প্রদর্শনী এবং সামগ্রিক উপস্থাপনার পরে এই সম্মিলিত ছবি/ছবিগুলো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলা অবধি মিছিলে সব শিল্পীরা সবাই পা মেলাবেন।
☆ মিছিলের মূল উদ্দেশ্য হবে ছবির প্রতিবাদের ভাষা বৃহত্তর জনগণের কাছে পৌঁছে দেওয়া। তাই এই মিছিলে মাইক্রোফোন অথবা স্লোগান মূলত বর্জন করা হবে।
☆ জানিয়ে রাখা হচ্ছে – যদিও অনুষ্ঠানের পরে পরবর্তী কোনো প্রয়োজনীয় পদক্ষেপের জন্যে সম্মিলিত ছবি/ছবিগুলোর যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। বলা বাহুল্য, ছবি আন্দোলনে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো কারণে ছবির ক্ষতি হলে তার ক্ষতিপূরণের দায় স্বীকার করা সম্ভব হবে না।
আমরা আপনাকে সহ বাংলার সমগ্র শিল্পী সমাজকে আমন্ত্রণ জানাচ্ছি, এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করতে। অংশগ্রহণ করুন এবং এটিকে আপনার নিজের এজেন্ডা হিসেবে গড়ে তুলুন।
ক্যানভাস জমা দেওয়ার বিভিন্ন স্থানের জন্য নিম্নলিখিত নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করুন:
▪ দমদম – ৭০৪৪৩৯৫০১৬
▪ শিয়ালদহ – ৮০১৭৬৬৫৭৪৭
▪ শ্যামবাজার – ৮০১৭৬৬৫৭৪৭ (সকাল ন’টার মধ্যে)
▪ বালিগঞ্জ – ৯৪৩২৫৭৭০৩২
▪ রাসবিহারী –
৯৩৩০০৯৩০৭৫
▪ গোলপার্ক – ৯৮৩১৪২১৪৪৬
▪ বাগুইআটি – ৮৭৭৭৫৭৫০৫২
▪ *বেলঘরিয়া -*৭০০৩৬২৪৮২৩
▪ নেতাজীনগর – ৯৮৩৬১৮৭৫৮২
▪ বেহালা – ৯৮৩০৫৫৭২৯২
▪নাকতলা – ৭০৪৪০৯৯৪৮৪
ছবি জমা দেওয়ার শেষ তারিখ ১২ই সেপ্টেম্বর, ২০২৪
আরও বিস্তারিত জানতে অথবা বিশেষ সহায়তায় আগ্রহী হলে নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন।
আর্ট আড্ডা ও শিল্পী সমাজের পক্ষে
৯৮৩০১৯১৭১৯, ৮৬১৭৭১৯৭১২, ৭০৪৪৩৯৫০১৬”।