জসপ্রীত বুমরা কি ওভাল টেস্টে খেলবেন? এই নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা রয়েছে। ম্যাঞ্চেস্টারেই খেলার কথা ছিল না বুমরার। এই সিরিজে তিন ম্যাচ খেলানোর কথা ছিল তাঁকে। যদিও আকাশ দীপ ও অর্শদীপের চোট, নীতীশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় বুমরাকে খেলাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। টানা দুটি ম্যাচ খেলার জন্য যেন ফিট ছিলেন না জসপ্রীত বুমরা। ম্যাঞ্চেস্টার টেস্টে বেশ কয়েকবার মাঠ ছেড়ে ড্রেসিংরুমে গিয়ে বসেছেন। তাঁর ফিটনেস ধোঁয়াশা কাটেনি। সিরিজে তিন ম্যাচও খেলা হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, ওভালে তাঁকে ছাড়াই নামতে পারে ভারতীয় দল। তবে টেস্ট অভিষেকের সামনে বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। ফিট আর এক পেসারও।
ম্যাঞ্চেস্টার এবং ওভাল টেস্টের মাঝে ব্রেক খুবই কম। বৃহস্পতিবার শুরু ওভাল টেস্ট। তার আগে ভারতীয় দলে জোড়া স্বস্তি। ফিট হয়ে উঠেছেন অর্শদীপ সিং ও আকাশ দীপ। প্রথম বার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অর্শদীপ সিং। ম্যাঞ্চেস্টারে অভিষেক হওয়ার কথা ছিল এই বাঁ হাতি পেসারের। যদিও বাঁ হাতেই চোট থাকায় খেলানো যায়নি। ওভালে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অর্শদীপ। টেস্ট অভিষেকের সামনে এই তরুণ বাঁ হাতি পেসার।
জসপ্রীত বুমরা খেললে, সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে ঢুকবেন অর্শদীপ সিং। বুমরা না খেললে সিরাজই নেতৃত্ব দেবেন বোলিংয়ের। অর্শদীপ ও আকাশ দীপ সঙ্গী থাকছেন। ওভালে শার্দূলকে খেলানো নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সিরিজে দু-ম্যাচে খেললেও হতাশ করেছেন শার্দূল। ব্যাটিংয়ে তবু কিছুটা লড়াই করেছেন। বোলিংয়ে তাঁর পারফরম্যান্স ইতিবাচক নয়।

