আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১

বড় সাফল্য রাজ্য এসটিএফের। ফের আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হল একজনকে। রাজ্য পুলিশ এসটিএফ সূত্রে খবর, দাদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাসিমুদ্দিন শেখ নামে এই ব্যক্তিকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বছর ৩১-এর নাসিমুদ্দিন শেখ আদতে খড়গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে তিনি দাদপুরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এর আগে তিনি এক বছর ধরে পলাতক ছিলেন। তবে বিশেষ সূত্রে তদন্তকারীদের কাছে আগে থেকেই খবর এসে পৌঁছায় নাসিমুদ্দিন আসছেন দাদপুরে। তারই ভিত্তিতে অতর্কিতে হানা দেন রাজ্য এসটিএফ-এর আধিকারিকেরা। নাসিমুদ্দিনের কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে রাজ্য এসটিএফ সূত্রে খবর, ধৃত এই ব্যক্তি একিউআইএস বা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট-এর সদস্য ছিল। পাশাপাশি এও জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ মডিউলের জন্য কাজ করতে এবং আল কায়দার আদর্শ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর ওপর।
প্রসঙ্গত, এর আগে নভেম্বর মাসেও জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। মনিরুদ্দিন খান নামে ওই ব্যক্তির সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার যোগ ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে প্রচুর তথ্যও মিলেছিল। পাশাপাশি এ তথ্যও মেলে যে, রাজ্য জুড়েই জাল বিছিয়ে রেখেছে এসটিএফ। তারও আগে ২০২২-এর সেপ্টেম্বরেইডায়মন্ড হারবার থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার এই তিন ধৃতের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 8 =