আভিজাত্য এলাকার বিউটি পার্লারে মধুচক্রের আখড়া থেকে গ্রেপ্তার ৯ 

দুর্গাপুর: দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটিসেন্টারে একটি বিউটি পার্লারে মধুচক্রের আখড়ায় বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ হানা দেয়। আখড়া থেকে ৫ জন পুরুষ সহ ৪ জন যুবতী’কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুরে ওই এলাকার একাধিক বিউটি পার্লারে হানা দেয় এদিন রাতে। একটি পার্লার থেকে গ্রেপ্তার হয় ও ৫ জন পুরুষ ও উদ্ধার করা হয় ৪ জন যুবতীকে। ধৃতদের নাম লালু হোসেন শাহ ওরফে তপন, অক্ষয় ক্ষেত্রপাল, রাজেন পাল, অবিনাশ ঝা ও প্রসেনজিৎ দাস। তারা দুর্গাপুর, আসানসোল ও বাঁকুড়ার বাসিন্দা। বাকি চারজন যুবতী নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ধৃতদের শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে তপন, অক্ষয় ক্ষেত্রপাল ও রাজেন পাল’কে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। বাকি দু’জনকে ১৪ দিনের জেল হেপাজত। এবং ধৃত যুবতীদের লিলুয়া হোমে পাঠানো হয়। উল্লেখ্য, সিটি সেন্টার ও বিধাননগর এলাকায় অধিকাংশ লেডিস পার্লারে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার অভিযোগ উঠছে এসেছে। প্রায় ১২ বছর আগে হঠাৎই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতে থাকে বিউটি পার্লার। কয়েক বছর আগে ওই পার্লারের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২০০ টি। বহু পার্লারেই স্পা-এর পরিষেবা দেওয়া নামে দেহ ব্যবসা রমরমিয়ে ওঠে। আভিজাত্য ওই দুই এলাকার পার্লারগুলিকে এক সময় পুরসভার পক্ষ থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। পরবর্তীকালে একাধিক অভিযোগ সামনে আসায় লাইসেন্স দেওয়া বন্ধ হয়ে যায়। পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বেশ কিছু দেহ ব্যবসায়ী মহিলা ও গ্রাহকদের। অধিকাংশ পার্লারগুলির মালিক ছিল মহিলারাও। তারা ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই ব্যবসা চালাত। ২০১৫ সালে জুলাই মাসে
বাঁকুড়া জেলার এক ঠিকাদার বিপুল রায়চৌধুরী অম্বুজা নগরীর একটি পার্লারে আসেছিলেন। তাঁর কাছ থেকে মোটা টাকা হাতাতে পার্লারের দেহ ব্যবসাকারী মালকিন ও তার সহযোগীরা তাঁকে খুন করে। তাঁর মৃতদেহ ধানবাদের রায়গঞ্জ থানার পুলিশ উদ্ধার করে। খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ দুর্গাপুরের ওই পার্লার থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর দুর্গাপুরের পুলিশ প্রশাসনে লাগাতার অভিযান চালাতে থেকে। বেশ কয়েক বছর পার্লারের আড়ালে দেহ ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। এর পরে ফের রমরমিয়ে ব্যবসা শুরু করে একই কায়দায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ওই এলাকার বেশ কয়েকটি পার্লারে। দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, লাগাতার অভিযান চালানো হবে পার্লারগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fourteen =