নিষিদ্ধ জিপিএস ট্র্যাকার নিয়ে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। শুক্রবার ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে। অভিযুক্ত ওই বিমানযাত্রীর নাম দর্শনকুমার প্রজাপতি। দমদম বিমানবন্দর সূত্রে খবর, ওই ব্যক্তি ভিস্তারা উড়ান সংস্থার এক বিমানে চেপে গতকাল চণ্ডীগড়ে যাওয়ার পথে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের নজরে পড়ে ঘটনা। তার ফলে বিমানে ওঠার আগেই তাঁকে আটক ও গ্রেফতার করা হয়।
বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার ভিস্তারা উড়ান সংস্থার চণ্ডীগড়গামী একটি বিমানে যাওয়ার কথা ছিল ওই ব্যক্তির। নিষিদ্ধ ওই জিপিএস ট্র্যাকারটি অভিযুক্ত যাত্রীর হ্যান্ড ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার পথে বিমানবন্দরের হ্যান্ড লাগেজ স্ক্রিনিংয়ে বিষয়টি প্রথমে নজরে আসে সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সাব-ইন্সপেক্টর বীর বাহাদুর সিং-এর। ব্যাগটির মধ্যে সন্দেহজনক কিছু বস্তু থাকার হদিশ পান তিনি।
এরপরই তিনি দর্শনকুমার প্রজাপতি নামে ওই বিমানযাত্রীর ব্যাগ খুলে পরীক্ষা করতে শুরু করেন। আর তখনই বেরিয়ে আসে নিষিদ্ধ ওই জিপিএস ট্র্যাকার। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে সিআইএসএফ। শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। কিন্তু কী কারণে ওই ব্যক্তি নিষিদ্ধ জিপিএস ট্র্যাকার ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন বা কোথায় নিয়ে যাচ্ছিলেন, সেই সব বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকী ওই জিপিএস ট্র্যাকার সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনও বৈধ অনুমতিপত্রও দেখাতে পারেননি। ফলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে সিআইএসএফের জওয়ানরা পুলিশের হাতে তুলে দেন।