এসটিএফ-এর জালে অস্ত্র পাচারকারী, গ্রেপ্তার দমদম ক্যান্টনমেন্ট থেকে

নিজস্ব প্রতিবেদন, দমদম: গত শুক্রবারের পর ফের রাজ্য পুলিশের এসটিএফের জালে আরও এক আগ্নেয়াস্ত্র পাচারকারী। ধৃতের নাম তপন সাহা। আগ্নেয়াস্ত্র সহ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের চলন্ত ট্রেন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছ থেকে দুটি ৭ এমএম পিস্তল এবং দুটি সিঙ্গল শটার পিস্তল উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধৃতের হাবড়ার মানসের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা।

এর আগে উত্তর ২৪ পরগনা থেকেই অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। গত ২ নভেম্বর গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয়। সেখানে এক তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এরই পাশাপাশি গত শুক্রবার কলকাতার এপিসি রোড থেকে ৪ আগ্নেয়াস্ত্র এবং ১০০ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছিল ১৬ হাজার টাকাও। এক নজরে দেখলে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে মুর্শিদাবাদের ডোমকল, উত্তর ২৪ পরগনার শাসন আর তারপর দমদম ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করা হল অস্ত্র। এদিকে এই ঘটনায় বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। পাশাপাশি তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে এমনটাই  কটাক্ষ করা হয় রাজ্য বিজেপির তরফ থেকে। শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিজেপি নেত্রীর অভিযেগা, পঞ্চায়েত নির্বাচনে রক্ত চায় তৃণমূল। পাশাপাশি এসটিএফের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 1 =