কলকাতায় ট্রাক চালককে লুট করে গাড়ি নিয়ে চম্পট দিল সশস্ত্র দুষ্কৃতীরা

কলকাতা : কলকাতার মানিকতলা এলাকায় পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী ট্রাক চালকের থেকে ছিনতাই করে ট্রাক নিয়ে পালিয়েছে। বুধবার রাত ২টার দিকে কাকুঁড়গাছি জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এই বিষয়টি জানিয়েছে কলকাতা পুলিশ।

চালক দেবেন্দ্র চৌবে জানান, মালপত্র আনলোড করার পর তিনি মানিকতলা মেইন রোড থেকে স্ট্র্যান্ড রোডের দিকে যাচ্ছিলেন, সেই সময় একটি দ্রুত গতিতে আসা একটি গাড়ি তার ট্রাকের পথ আটকে দেয়। এরপর গাড়ি থেকে নেমে পাঁচজন জোর করে ট্রাকে ঢুকে প্রথমে তাকে বেধড়ক পিটিয়ে ধাক্কা মেরে ট্রাক থেকে নামিয়ে দেয়। দুষ্কৃতীরা চালকের মোবাইল ফোন, টাকা ও ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে চালক হামলাকারীদের গাড়ির নম্বরটি লিখে রাখতে পারেননি। গাড়ির নম্বর এবং ট্রাকটি কোন দিকে পালিয়েছে তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =