সরকারি স্কুলের ওপর ভরসা রাখার আর্জি অর্জুন সিংয়ের

ব্যারাকপুর : সরকারি স্কুলের ওপর ভরসা রাখুন। সরকারি স্কুলের পঠন-পাঠনের গুনগত মান ভালোই। মঙ্গলবার ইছাপুর নর্থ ল্যান্ড হাই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন সাংসদ বলেন, সরকারি স্কুলের বদলে অভিভাবকরা বাচ্চাদের বেসরকারি স্কুলে ভর্তি করছেন। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেন মনে হচ্ছে সরকারি স্কুলে লেখাপড়া হয় না। নিজের সংসদীয় ক্ষেত্রের নর্থ ল্যান্ডের স্কুলের প্রশংসা করে সাংসদ অর্জুন সিং বলেন, তিনি গর্বিত যে, এই স্কুলে ৮০০-এর বেশি পড়ুয়া আছে। স্কুলের প্রয়োজনে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যারাকপুরের সাংসদ।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ, গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস-সহ বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, বিরোধীরা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করেন। কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে রাজনীতি করা ঠিক নয়। বিরোধীদের কোনও পরামর্শ থাকলে, সেই পরামর্শ সরকারকে দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =